• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ২৩:০৪
ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি
ছবি : আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা মানুষ খুন করে আনন্দ করে তাদের এ দেশের মানুষ আর কোন দিন গ্রহণ করবে না। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আর সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট খানজাহান আলী আলিম মাদরাসা মাঠে দেড় যুগ পর প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে এ কথা বলেন তিনি।

নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন তা জনগণ পছন্দ করছে না। স্বৈরাচারের দোসরদের এদেশের জনগণ সব সময় ঘৃণা করে। তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হলে জনগণ তাদের প্রতিহত করবে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, অধ্যক্ষ মশিউর রহমানসহ আরও অনেকে।

এর আগে তিনি নতুন জেলা আমিরের শপথ বাক্য পাঠ করান।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য: তথ্য উপদেষ্টা
কোন পথে জাতীয় পার্টি
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মির্জা ফখরুল
শনিবার মহাসমাবেশ করবে জাতীয় পার্টি