• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২৪
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, অনেকেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, নির্বাচনেও গেছে। শুধুমাত্র আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কারও সঙ্গে আপস করেননি। মাথানত করেননি। অন্যায়কে প্রশ্রয় দেননি। দেশের মানুষের কথা ভেবেছেন। মানুষের ভোটাধিকারের কথা চিন্তা করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বামনহাটা ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যখন যা বলে তা করার চেষ্টা করে। মোনাফেকি করে না কারও সঙ্গে। তবে সীমাবদ্ধতা থাকতে পারে। কারণ, মানুষের চাহিদা অনেক। কিন্তু আমরা চেষ্টা করি। অন্যায় করলে অন্যায়ের বিচার করার চেষ্টা করি। এর মধ্যে অনেকেই অন্যায়ের সঙ্গে জড়িত হয়েছে। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভুলভ্রান্তি থাকতে পারে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদের সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেছেন।

সম্মেলনে নারীদের উদ্দেশে টুকু বলেন, বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। সর্বপ্রথম নারীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ তিনিই করে দিয়েছেন। কাজেই যে দল মানুষের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে তার পক্ষেই থাকা উচিত।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবেগাপ্লুত ডা. জুবাইদা রহমান
৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি