লোকালয়ে মিলল ১০ ফুট লম্বা অজগর
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বাড়ির রান্নাঘর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে যুবসমাজ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার কুমিরা ইউনিয়নের পূর্ব সোনার পাড়া এলাকায় খলিলুর রহমানের রান্নাঘরে অজগরটি ধরা পড়ে। খলিলুর রহমানের বাড়ি থেকে আধা কিলোমিটার আগেই পাহাড়ের টিলা রয়েছে।
স্থানীয় ব্যক্তিদের ধারণা, ওই পাহাড়ের টিলা থেকে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকালে অজগরটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেউ অজগরটিকে ধরার সাহস করছিলেন না। পরে স্থানীয় বাসিন্দারা যুবসমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেন। ওই সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে টেনে নামান। পরে বস্তাবন্দি করে সেটিকে ওই বাড়ির কাছাকাছি পাহাড়ের গহীনে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আরটিভি/এএএ
মন্তব্য করুন