• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাল্টাপাল্টি পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে বাড়িছাড়া করতে যা করলেন স্বামী

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১২:২৮
ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে স্ত্রীকে বাড়িছাড়া করতে বিদ্যুৎ, পানি ও গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন দুলাল চন্দ্র দেবনাথ নামের এক ব্যক্তি। এতে শিশুসন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী সোমা দেবনাথ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালীর পিটিআই রোডের এলিট হোমস নামক ভবনের ৫ তলায় দুলাল চন্দ্র দেবনাথের বাসায় এ দৃশ্য দেখা যায়।

দুলাল চন্দ্র দেবনাথ পেশায় একজন আইনজীবী। তিনি বর্তমানে জেলা আদালতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিপি) হিসেবে কর্মরত আছেন।

পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ১৩ বছর আগে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি ৪ বছর বয়সী মেয়েসন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েক বছর থেকে দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রী সোমা দেবনাথের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন। কখনও কখনও সোমা দেবনাথকে মারধরও করেন তার স্বামী। পরবর্তী সময়ে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারেন তার স্বামী অপর এক মহিলা আইনজীবীর সঙ্গে পরকীয়া করছেন এবং তার সঙ্গে বিবাহবহির্ভূতভাবে বসবাস করছেন।

এমন পরিস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরণপোষণ না দেওয়ায় স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালাগাল করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়। পরে লোক দিয়ে হুমকি দেয়। বর্তমানে সোমা দেবনাথ বিদ্যুৎ, গ্যাস ও পানি ছাড়া অসহায়ভাবে বসবাস করছেন।

ভুক্তভোগী নারী সোমা দেবনাথ বলেন, আমার স্বামী কিছুদিন আগে জানায় সে আরেকটা বিয়ে করছে। এরপর থেকেই সে বাসায় কোনো বাজার দেয় না। গত ৩০ অক্টোবর সে বাসার গ্যাস ও পানির লাইন বন্ধ করে দিয়েছে। আমার চার বছরের একটা বাচ্চা আছে, ওকে যে একটু খাবার খাওয়াব তারও কোনো উপায় নাই। এরপর এই ৪ নভেম্বর বাসার বিদ্যুতের লাইনও কেটে দিয়েছে। এখন আমাদের এই বাসায় থাকতে খুবই কষ্ট হচ্ছে।

অভিযুক্ত দুলাল চন্দ্র দেবনাথ বলেন, আমার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পর আমি সোমাকে বিয়ে করি। সেই ঘরে আমার একটা বাচ্চা আছে। আমার সেই বাচ্চাটার ওপর সোমা অমানুষিক নির্যাতন করত। এ ছাড়া সে অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়া করে। তাই আমি ক্ষীপ্ত হয়ে এমন কাজ করেছি।

অভিযোগ পত্রের বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন বলেন, অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথের স্ত্রী আমাদের আইনজীবী সমিতিতে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ওপর ভিত্তি করে আমরা আমাদের সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাকে ও তার স্ত্রীকে ডাকা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করব।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ ইমতিয়াজ গণমাধ্যমকে বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনব কৌশলে স্ত্রীকে খুশি করলেন জাকারবার্গ
স্ত্রী বাড়ি না ফেরায় ফেসবুকে পোস্ট দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, অতঃপর...
যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
লঞ্চ থেকে ঝাঁপ দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার