• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

দেশের প্রথম স্টেশন জগতি চালুর দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৪:০২
ছবি : আরটিভি

দেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়া জগতির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইতিহাসের সাক্ষী, এক সময়ের জমজমাট এই রেল স্টেশনটি এখন অবহেলিত। শার্টল ট্রেন ছাড়া কোনো ট্রেনই এ স্টেশনে যাত্রা বিরতি করে না।

শুক্রবার (১৫ নভেম্বর) প্রথম রেল স্টেশন জগতির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে নকশিকাঁথা ট্রেনের যাত্রাবিরতিসহ ছয় দফা দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছে। বিকেল পৌনে ৫টায় জগতি স্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বিক্ষুব্ধ জনতা আটকে দেয়। এ সময় ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। রেলওয়ে কর্মকর্তাদের ট্রেন যাত্রাবিরতির আশ্বাসে আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

এর আগে স্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

দাবি আদায়ের আন্দোলনে যোগ দেওয়া রফিকউল আলম বলেন, এক সময় ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস হিসেবে পালন করা হতো। ২০১৯-২০-২১ এ আমরা রেল দিবস পালন করতে দেখেছি। এখন সেটাও করা হয় না। আমরা স্থানীয়রা এটা পালন করে আসছি।

এদিকে, রেলওয়ে কর্মকর্তার আশ্বাসের বাস্তবায়ন দেখা গেছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। জগতি স্টেশনে নকশী কাঁথা মেইল ট্রেন যাত্রা বিরতি করলে বিক্ষুব্ধ জনতা উল্লাস করেন।

রেলওয়ে কর্মকর্তা মাহবুবউল ইসলাম বলেন, ইতোমধ্যে আজ থেকেই নকশিকাঁথা মেইল ট্রেন এখানে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। প্রথম রেলস্টেশন হিসেবে স্থানীয়দের চাওয়া পাওয়া যৌক্তিক, যা পূরণের চেষ্টা করা হবে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ, থানায় অভিযোগ 
কুষ্টিয়ায় সেনা অভিযান, অস্ত্রসহ আটক ২