• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ইউনুস সরকারের ওপর বিএনপির সমর্থন রয়েছে: খোকন

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৫২
ছবি: আরটিভি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান ইউনূস সরকারের প্রতি ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির সমর্থন রয়েছে।

শনিবার সকালে (১৬ নভেম্বর) সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমলাতন্ত্রের মধ্যে এখনও আওয়ামী লীগের কিছু লোক রয়েছে, যে কারণে এখনও নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি। তাদের উৎখাত করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে সোনাইমুড়ী উপজেলায় ২২ জন বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। চারজনকে গুম করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এসবের বিচার করতে হবে।

জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাসে টার্মিনালে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ
২৪ জানুয়ারি জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন: তারেক রহমান
বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে: উপদেষ্টা নাহিদ
শেখ মুজিবের নাম তার মেয়ে তলানিতে নিয়ে গেছেন: সেলিমা রহমান