• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ২২:০৮
ফাইল ছবি

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবদুর রশিদ অনেকগুলো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণখেলাপিসহ আদালতে ৬৮টির মতো মামলা রয়েছে। এ কারণেই তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এর আগে, পতিত শেখ হাসিনা সরকার আমলে সিন্ডিকেট করে বারবার চালের দাম বাড়ানোর অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার
প্রতিশোধ নিতে শ্বাসরোধে হত্যা, আসামি গ্রেপ্তার
সিলেট মহানগর যুবলীগের ২ নেতা গ্রেপ্তার 
জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২