• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাবনায় বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২৫ 

পাবন (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ২৩:৪৫
ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়াইলমারী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, বিকেল সাঁথিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক খাইরুন নাহার খানম মিরুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সাঁথিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে বোয়াইলমারী বাজারে পৌঁছালে প্রতিপক্ষ শামসুর রহমানের কর্মী-সমর্থকরা ওই কমিটি বাতিলের দাবিতে আরেকটি মিছিল নিয়ে আসেন। এ সময় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় মুন্না (৩৫), হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২) হাশেমসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এর আগে শুক্রবার এ কমিটি প্রত্যাখ্যান করে শামসুর রহমানের সমর্থকরা বেড়া সিঅ্যান্ডবি চত্বরে ঝাড়ু মিছিল বের করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান বলেন, আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিকেলে মিছিল বের হয়। এ সময় খায়রুন নাহার খানম মিরু ও সদস্যসচিব সালাহ উদ্দিন খানের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। এতে আমার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।

আহ্বায়ক কমিটির সদস্যসচিব সালাহ উদ্দিন খান বলেন, আমার নেতা কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ মিছিল শেষে বোয়াইলমারী বাজার থেকে ফেরার পথে আমাদের মিছিলে শামসুর রহমানের লোকজন হামলা চালায়। তারা মিছিলকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। এ হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়।

এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বলেন, উভয় গ্রুপের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। এরপরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিকে যারা যখনই থামাতে গিয়েছে, তারা তখনই ধ্বংস হয়েছে: আমীর খসরু
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ: তারেক রহমান
ইউনুস সরকারের ওপর বিএনপির সমর্থন রয়েছে: খোকন
পাবনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১