• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধ, হামলায় সাবেক কৃষকলীগ নেতা নিহত

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০৪
জমি নিয়ে বিরোধ, হামলায় সাবেক কৃষকলীগ নেতা নিহত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষকলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। তার নাম মীর ইউসুফ (৭০)।

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে।

মীর ইউসুফ উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

জানা যায়, মীর ইউসুফের সঙ্গে জায়গা নিয়ে একটি পক্ষের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শনিবার স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ জায়গার পরিমাপের জন্য আসে। এ সময় হেলাল, আলা উদ্দিন ও মামুনসহ ৪০ থেকে ৫০ জনের একটি গ্রুপ তার ওপর হামলা চালায়। এ সময় তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মুজিবর রহমান বলেন, জায়গা নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে পরিমাপের সময় হাতাহাতির ঘটনা ঘটে। এতে পাশের জমিতে পড়ে যায় ইউসুফ। পরে তার মৃত্যু হয়। পরিবার দাবি আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
এবার যা যা নিয়ে এলো পাকিস্তানের সেই জাহাজ
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
পাকিস্তানি চিনি, আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এল সেই জাহাজ