• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

টিকেট ছাড়া রেল ভ্রমণ, ৮ জনকে জরিমানা

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৩
টিকেট ছাড়া রেল ভ্রমণ, ৮ জনকে জরিমানা
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা টিকেটে রেল ভ্রমণ ও ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই) সঙ্গে অসদাচরণের অভিযোগে ৮ ছাত্র পরিচয়দানকারী যাত্রীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে বেশ কয়েকজন যাত্রী ওঠেন। ট্রেনটি কুলাউড়ার কাছাকাছি আসার পর ট্রেনের টিটিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে একত্রে উঠা ৮ জন যাত্রীর কাছে টিকিট দেখতে চান। এতেই টিটিইর সঙ্গে তাদের বাধে বিপত্তি।

তিনি আরও বলেন, ট্রেনের টিটিই তাদের কাছে টিকিট দেখতে চাইলে টিকিট নেই এমন দাবি করে তারা ছাত্রসহ বিভিন্ন পরিচয় দেয়, যা সন্দেহজনক ছিলো। একপর্যায়ে টিটিইর সঙ্গে অসদাচরণও করে তারা। পরে টিটিই বিষয়টি কুলাউড়া রেলস্টেশনে জানালে ট্রেনটি কুলাউড়ায় আসার পর ওই ৮ জনকে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে ১ হাজার ৩ শত ৬০ টাকা জরিমানা করা হয়। পরে টিটিইর কাছে তারা দুঃখপ্রকাশ করলে জরিমানার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি সমাধান হয়ে যাওয়ায় ওই ৮ যাত্রীকে জরিমানার পর ছেড়ে দেওয়া হয়।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল
ফেসবুকে ত্রুটি, মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা