• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৬
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তবে ওই মরদেহটি নারী নাকি পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার নিকটে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা লক্ষীকুন্ডা নৌপুলিশের এসআই সেকেন্দার আলী।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় নদীতে ডুবিয়ে রাখা একটি নৌকার কাছে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত ও পঁচে যাওয়ায় প্রথমিকভাবে তার বয়স, মৃত্যু কারণ ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

এ দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, পদ্মা নদী থেকে মরদেহটি পাবনা নৌপুলিশে সদস্যরা উদ্ধার করেছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ, থানায় অভিযোগ