কসবায় মাদরাসার এতিম ছাত্রদের মাঝে পোশাক বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদরাসায় পড়ুয়া কোরআনের হাফেজ এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবি পায়জামা ও টুপি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে কসবার দি ফুড প্যালেস পার্টি সেন্টারে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন লক্ষ্য আমাদের মানবসেবা ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, চলব আমরা এক সঙ্গে জয় করবো মানবতাকে, এই স্লোগানকে সামনে রেখে আমাদের সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদরাসায় পড়ুয়া এতিম ছাত্রদের মাঝে নতুন পোশাক পাঞ্জাবি-পায়জামা ও টুপি দেওয়ার ব্যবস্থা করি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামীয়া মা ও শিশু জেনারেল হাসপাতালের এমডি ডা. আফজাল হোসেন।
সংগঠনের সদস্য তাইন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মেহেদী হাসান, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনওয়াজ খন্দকার, তানভীর ইসলাম শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন হাবিবুল্লাহ সরকার, মুন্না ভূঁইয়া, ইকরাম হোসেনসহ সংগঠনের কর্মীরা। এ সময় মাদরাসা পড়ুয়া এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়।
আরটিভি/এএএ
মন্তব্য করুন