ফরিদগঞ্জে বিএনপির জনসমাবেশ
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
বক্তব্যে তিনি বলেন, একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে বিনির্মাণে আমরা যারা বিএনপি করি তাদের সকলকে এক ও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধতা যত সুদৃঢ় হবে বিএনপি তত শক্তিশালী ও এদেশের মানুষের আশা আশংঙ্খা বাস্তবায়নে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্তের সঙ্গে যারা জড়িত তাদের কারোরই বিএনপিতে ঠাঁই হবে না। যারা বিএনপির মূল স্রোতের বাইরে রয়েছেন, তারা আমাদের সাথে আসুন। একসঙ্গে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করি। আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতি করি না। যদি করতাম, তাহলে আরও আগেই তা হতে পারতাম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকা তলে রয়েছি।
ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাড. নাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক পৌর চেয়ারম্যান মঞ্জিল হোসেন, আবু জাফর মো খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মাসুদ আলম, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্মআহ্বায়ক জামাল হোসেন প্রমুখ।
আরটিভি/এএএ
মন্তব্য করুন