• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১২:২২
ছবি : আরটিভি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না।

রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের কারণ, তিনি মানুষ ও ভোটাধিকারকে সম্মান করেন নাই। পরপর কয়েকবার ভোটারদের ভোট দিতে দেন নাই। ফলে তার এই অবস্থা হয়েছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার থেকে দূরে রাখলে এখন যারা আছেন তাদেরও পরিণতি খুব ভালো হবে না এটা আমার বিশ্বাস।

তিনি বলেন, যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করবো তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্যও নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন, যাদের এই দেশের জন্য অবদান আছে তাদের যথাযথযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে ভাসানীর মৃত্যুবার্ষিকী
সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা সাইফুল্লাহ
তারেক রহমান কারো সঙ্গে আঁতাত করেননি, আপস করেননি: টুকু
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান, ১০৪ ভরি স্বর্ণ উদ্ধার