গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত ২
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পোশাক নারী শ্রমিক এবং অপরজন ম্যাটসের শিক্ষার্থী। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলা এলাকার তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এবং রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলো শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মালিয়াপাড়া গ্রামের বিলকিছ আক্তার (২৮) এবং গাজীপুর মহানগরীর বাংলা বাজার (বাহাদুরপুর) এলাকার নির্মল সরকারের ছেলে নিলয় সরকার (২০)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিলকিছ আক্তার নতুন বাজার (তুলা গবেষণা ইন্সটিটিউটের) সামনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কর পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আমানি পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ভবানীপুর (ইন্দ্রবপুর) এলাকায় এলাকার ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকরি করতো। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম জানান, নিলয় বাংলা বাজার (বাহাদুরপুর) এলাকা থেকে মোটরসাইকেলে রাজেন্দ্রপুর আরপি গেইট বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন। তিনি গাজীপুর মহানগরের পুবাইলের ম্যাটসের ১ম বর্ষের শিক্ষার্থী।
আরটিভি/এএএ
মন্তব্য করুন