• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৩:৩৯
ছবি : আরটিভি

মেহেরপুরের গাংনীর কাথুলী ইউপি মেম্বর আজমাইন হোসেন টুটুলকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে আজমাইন হোসেন টুটুলের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ কৃষি পণ্য ও কম্বল।

যৌথবাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন রওশন বলেন, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারী মালামাল রয়েছে মর্মে থাকা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রানের কম্বল, সরকারী কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।

আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারী সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের সাপেক্ষে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু 
মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত 
ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই