• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৫:২৭
ছবি : আরটিভি

কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আবারও মাঠে নেমেছে পদবঞ্চিতরা।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের এন এস রোডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত কর্মীরা অংশ নেয়।

এরপর একই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল শেষে পাবলিক লাইব্রেরী মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুশিয়ারি দেন তারা। এ সময়ে শহরজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর আগেও একই দাবিতে কর্মসূচী পালন করে পদবঞ্চিতরা।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিলো বিএনপির সঙ্গীরা
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা