• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঝালকাঠিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ক্যাবের সুলভ মূল্যের বাজার চালু

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৬
ছবি : আরটিভি

জনগণকে ন্যায্যমূল্যে পণ্য দিতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে ঝালকাঠির বারোচালা বাজারে দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে এ বাজার চালু করা হয়। এখানে আলু ৬২ টাকা, পেঁয়াজ কেজি ১০৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটার ১৭২ টাকা ও চিনি ১২৫ টাকায় দোকানিরা বিক্রি করছেন।

এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ক্যাব ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো. ইলিয়াস সিকদার ফরহাদ, সহসভাপতি মু. আল আমীন বাকলাইসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, সরকারের পক্ষে থেকে জেলা প্রশাসন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য কাজ করছে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুচরা বাজারে সুলভ মূল্যের ডাল, চিনি, আলু, পেঁয়াজ, তেল বিক্রি শুরু করেছে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমুর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 
ঝালকাঠিতে মাহিন্দ্রা-পিকআপ সংঘর্ষ, নিহত ২
ঝালকাঠিতে অভিযানের ট্রলারচালকের নেতৃত্বে ধরা হয় ইলিশ!
ঝালকাঠিতে ২ জেলেকে এক বছরের কারাদণ্ড