• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা ফিলিপস কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৮:২০
সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা ফিলিপস কারাগারে
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার আসামি পৌর আওয়ামী লীগ নেতা সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ফিলিপসকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ফিলিপস সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি। তিনি শহরের মোক্তারপাড়া মহল্লার বাসিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে শহিদুল ইসলাম ফিলিপসকে গ্রেপ্তার করা হয়।

তিনি ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি। রোববার (১৭ নভেম্বর) তাকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন, টিকিট মিলবে অনলাইনে
প্রেমের টানে তুরস্কের যুবক বাংলাদেশে
মা-ছেলে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন