• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ১৮:৩২
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কলেজ বাজার এলাকায় পিকআপের থাক্কায় নূরূল ইসলাম (৬৪) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বিরামপুর সরকারি কলেজ মাঠে ইসলামী সভায় যোগ দিতে গিয়ে কলেজ বাজার মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক পিকআপ তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত নূরুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির নির্দেশনা দেন। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য নূরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

রোববার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।

নূরুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
এ বিষয়ে ওসি মমতাজুল হক বলেন, পিকআপের ধাক্কায় একজনের আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। পরে আহত ব্যক্তি মারা যায়। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা হয়েছে। পিকআপসহ আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ