পাহাড়ে অপহরণ চক্রের প্রধান ‘বদরুজ’ অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে ৭ মামলার পলাতক আসামি ও পাহাড় কেন্দ্রিক অপহরণকারী চক্রের মূলহোতা বদরুদ্দৌজা ওরফে বদরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গুলি।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ওসি মহাম্মদ গিয়াস উদ্দিন।
গ্রেপ্তার মো. বদরুদ্দৌজা ওরফে বদরুজ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমেদের ছেলে।
তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ নানা অভিযোগে টেকনাফ থানায় ৭টির বেশি মামলা রয়েছে।
এ বিষয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার ঝাউবাগনে একাধিক মামলার পলাতক আসামি এবং পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের মূলহোতা মো. বদরুদ্দৌজা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
তিনি বলেন, পরে গ্রেপ্তার ব্যক্তির স্বীকারোক্তি মতে, বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় জনৈক জলিলের বাড়ির সামনে থাকা লাকড়ির স্তুপে লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি ৩টি বন্দুক, ৩টি গুলি, ২টি কিরিচ দা, ১টি রামদা ও ১টি চাইনিজ কুড়াল পাওয়া যায়।
ওসি আরও বলেন, গ্রেপ্তার বদরুদ্দৌজা একজন চিহ্নিত ডাকাত ও অপহরণকারী চক্রের মূলহোতা। তিনি নিজের নামে একটি বাহিনী গড়ে তোলে টেকনাফের পাহাড় কেন্দ্রিক নানা অপরাধ সংঘটিত করতেন। সম্প্রতি কিছুদিন আগে বাহারছড়ায় চিকিৎসক জহির এবং হোয়াইক্যংয়ে ১১ জন কৃষককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি গিয়াস উদ্দিন।
আরটিভি/এমকে
মন্তব্য করুন