• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ২০:২৭
আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম: টুকু
ছবি : আরটিভি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের লোকের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না। কারণ, তারা গুণিজনের কদর দিতে জানে না। গণহত্যাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মুখে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানীকে তার হাতে গড়া আওয়ামী লীগ কখনো সম্মান বা শ্রদ্ধা প্রদর্শন করেনি। স্বৈরাচার হাসিনা কখনো মওলানা ভাসানীর মাজার জিয়ারত করতে আসেনি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাসানীর মাজার জিয়ারত করেছেন। বিএনপি গুণী মানুষের সম্মান দিতে জানেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা না আসায় ক্ষোভ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে তাদের এখানে আসা দরকার ছিল।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়।

এ জন্য তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন।

স্মরণসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ আরও অনেকেই।

এর আগে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন নেতাকর্মীরা।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবেগাপ্লুত ডা. জুবাইদা রহমান
৭ বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি