• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ২২:৩৮
প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর
ছবি : সংগৃহীত

আগ্নেয়াস্ত্রসহ নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে স্থানীয় লোকজন একটি পিস্তল ও গুলিসহ তাকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পরে তাকে থানা থেকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল বন্দুক দিয়ে গুলি ছোড়েন।

এ বিষয়ে পুলিশ সুপার রেজাউল হক বলেন, রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুরিয়া এলাকায় প্রকাশ্যে নিজের লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। তখন লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে গেছে। আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে এবং সেনাবাহিনী এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হবিগঞ্জের বাইরে অন্য কোনো থানায় মামলা রয়েছে। তিনি চুনারুঘাটে বেড়াতে এসেছিলেন।

চুনারুঘাট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, থানা থেকে তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেওয়া হয়েছে। আমি যতদূর শুনতে পেরেছি, তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম মারা গেছেন
মডেল তিন্নি হত্যা মামলা: খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি
সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে 
বাংলাদেশ-যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এফটিএ প্রয়োজন: রূপা হক