• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাটগাঁইয়া ভাষায় হিপহপ গানে বিশ্বজয় করতে চান সোহানা 

আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২৪, ২২:৪২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মেয়ে সোহানা রহমান। ইতোমধ্যে তিনি কক্সবাজারের আঞ্চলিক ভাষার হিপহপ গান আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। তবে তার এই পথচলাটা সহজ ছিল না।

কক্সবাজারের সাগরপাড়ে বেড়ে ওঠা সোহানার। এ দীর্ঘ জার্নিটা কীভাবে হয়েছে, কীভাবে তার যাত্রা শুরু হয়েছিল, কোক স্টুডিওতে তার বাংলা গানটি কীভাবে রিলিজ হলো, সেসব কথা গণমাধ্যমে জানিয়েছেন তিনি।

সোহানা রহমান জানান, সে সময় তার এইচএসসি পরীক্ষার অল্প কিছুদিন বাকি ছিল। তবে আমি জেনে-বুঝে, চিন্তা করে এই সিদ্ধান্তটাই নিয়েছিলাম যে, এটা আমি করতে চাই।

তিনি বলেন, গানের জন্য পরীক্ষার সময়ে নভেম্বরের পুরো মাস স্টুডিওতে যাওয়া-আসা করেছি। সে সময় বইও থাকত আমার কাছে। গানের বিষয়টা অনেক রোমাঞ্চকর ছিল আমার কাছে।

সোহানা বলেন, কক্সবাজারে এ ধরনের সঙ্গীত চর্চা নেই বললেই চলে। আমি এখানে কোনোভাবে হেল্প পাইনি। আমি ইন্টারনেট থেকে শিখেছি। দুজন আর্টিস্টের কাছে ইন্সপায়ারড হয়েছি। আমি কুইন লতিফা ও মেসি এলিয়েটের গান শুনতাম। আমার মধ্যে একটা জিদ কাজ করত, তারা যদি পারে, আমি কেন পারব না।

তিনি আরও বলেন, আমার ইচ্ছা আছে একদম ফুল র‍্যাপার হওয়ার। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে যাত্রাটা সহজ না, জানি। তারপর আমি করতে চাই। আমি একটা অ্যালবামে কাজ করছি। অ্যালবামটা শেষ হলে তখন একসঙ্গে অনেকগুলো গান রিলিজ হবে।

একটি গানও লিখেছেন সোহানা, সেটিও সমাদৃত কক্সবাজারের।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিছু মানুষ নামের পূর্বে ‘হিরো’ লাগিয়ে জাতীয় হিরোতে পরিণত হয়: সোহানা সাবা
৭ মার্চ নিয়ে যা বললেন সোহানা সাবা
জানি বাধা আসবে, তবুও থামবো না: সোহানা সাবা
যে কারণে সাবাকে শাওন বললেন, তুই কিন্তু খালা শাশুড়ি