আরও ৩১ ওয়াগনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন
ভারত থেকে আনা রেলওয়ের পণ্যবাহী আরও ৩১টি ওয়াগনের পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) সম্পন্ন হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে পঞ্চগড় পর্যন্ত ৩১০ কিলোমিটার রেলপথে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে এ ওয়াগনগুলো পরীক্ষামূলকভাবে চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াগন শপের ইনচার্জ নিজামুল হক।
তিনি বলেন, এ সময় পর্যাপ্ত লোড থাকলেও চলাচলে কোনো কারিগরি ত্রুটি দেখা যায়নি। এর আগে, কারখানার ওয়াগন শপে এগুলো রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
নিজামুল হক আরও বলেন, ৩১টি ওয়াগনের ট্রায়াল রান সফল হয়েছে। সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার তোলা হয়। পর্যাপ্ত লোড থাকলেও কোনো কারিগরি ত্রুটি দেখা যায়নি। ওয়াগনগুলো বেশ উন্নত মানের। বর্তমানে এসব কারখানার ভেতরে রাখা হয়েছে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর এসব ওয়াগনগুলো ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন রুবেল বলেন, ‘ট্রায়াল রান গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। সফলভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ট্রায়াল রানে যাওয়ার আগে ওয়াগনগুলোর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াগন শপে সেই কাজ করা হয়।’
এর আগে, গত ৯ অক্টোবর একইভাবে ভারত থেকে আমদানি করা রেলওয়ের পণ্যবাহী ৩০টি ওয়াগনের পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, পরীক্ষামূলক চলাচলে নেতৃত্ব দেন সৈয়দপুর রেলওয়ে কারখানার সহকারী ওয়ার্কস ম্যানেজার নুর-ঈ-আলম। এ সময় তার সঙ্গে ছিলেন কারখানার ড্রয়িং শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন মন্ডল, সিডিউলের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন রুবেল, ওয়াগন শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপসহকারী নিজামুল হক ও ভারতীয় প্রতিনিধি।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন