স্কুলের ব্যানার টানানোকে কেন্দ্র করে হামলা
আশুলিয়ার আমবাগান এলাকায় স্কুলের ব্যানার টানানোকে কেন্দ্র করে কিশলয় বিদ্যাপিঠের পরিচালক ও কমিটির সাধারণ সম্পাদক নাজির হোসেন খান লিটন, তার ছেলে জাওয়াদ আলিফের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশলয় পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় আমবাগানের কিশলয় বিদ্যাপীঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কিশলয় বিদ্যাপীঠের শিক্ষক ও এলাকার বাসিন্দারা জানান, গত ১২ নভেম্বর আমবাগানে ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে নাজির হোসেন খান লিটন ও তার ছেলে জাওয়াদ আলিফের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। যারা থামাতে গিয়েছেন তাদের অনেককে দুর্বৃত্তরা মেরে আহত করেছেন। এ হামলার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশলয় বিদ্যাপীঠের ছাত্র, শিক্ষক, অভিভাবক, আমবাগান আদর্শ উন্নয়ন কমিটির সভাপতি লেহাজ উদ্দিন বেপারী, সহসভাপতি মাজহারুল হক ভূঁইয়া বাবু, কোষাধ্যক্ষ বদিউজ্জামান রাজু, এলাকাবাসীসহ আরও অনেকে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগীরা।
আরটিভি/এমকে
মন্তব্য করুন