নেত্রকোণায় দুই জুয়াড়িকে আটক করল সেনাবাহিনী
নেত্রকোণা জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় জুয়ার আসর থেকে জুয়া বোর্ডের পরিচালকসহ সাবেক সেনা সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (১৭ নভেম্বর) রাতে মেছুয়া বাজারের সবজির আড়তের দ্বিতীয়তলা থেকে তাদেরকে জুয়ার সরঞ্জামসহ আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের উপ-অধিনায়ক জিসানুল হায়দার।
আটকৃতরা হলেন- সদর উপজেলার খতিবনগুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. আলামিন (৪৫) ও তার সহযোগী সাতপাই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং সাবেক সেনা সদস্য মোসেফ কাক্কা বুলবুল। অভিযানে নগদ ৫৪০০ টাকা, আট সেট তাস ও একটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা সেনা ক্যাম্পের সার্জেন্ট মোত্তাহিরুলের নেতৃত্বে টহল দল পৌরশহরের মেছুয়া বাজার কাঁচামালের আড়তের ২য় তলায় অভিযান পরিচালনা করেন। জুয়ার আসর পরিচালনার অপরাধে তাদেরকে আটক করে টহল দলটি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তারা দীর্ঘদিন যাবত জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে রোববার প্রমাণসহ তাদেরকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জুয়ার আসর পরিচালনা করছিলেন বুলবুল। ৫ আগস্ট পট পরিবর্তনের পরে ছোটবোন সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগম ও ভাগিনা নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের পরিচয়ে জুয়ার আসর চালানো অব্যাহত রাখে। নিরাপত্তার জন্য সময় টিভি ও নিউজ ২৪ এর নামে দৈনিক ১০ হাজার টাকা চাঁদা নিতেন বলে জানান স্থানীয়রা।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সেনাবাহিনী কর্তৃক আটক দুজনকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন