টেকনাফে পৃথক গোলাগুলির ঘটনায় নিহত ১, আহত ৫
টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরে পৃথক গোলাগুলির ঘটনায় হোয়াইক্যং নয়াবাজার গ্রামে আব্দুর সালামের ছেলে আব্দুর রহমান (২২) নিহত হয়েছেন। এছাড়া হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত শিবিরে ডাকাত দলের গুলিতে ৪ জন নারী ও ১ জন পুরুষ আহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নয়াবাজার ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাহারুল ইসলাম ও স্থানীয়রা বলেন, হাবিবুল্লাহ গ্রুপের সঙ্গে জাহেদ গ্রুপের অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাগুলিতে জাহিদ গ্রুপের গুলিতে আব্দুর রহমান মারা যান। তাকে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, একই রাতে পাহাড়ি একদল সশস্ত্র গোষ্ঠী ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে নিবন্ধিত শিবিরে হানা দেয়। এতে ডাক চিৎকার করলে গুলি চালায় ডাকাত দল। তাদের গুলিতে ৪ জন নারী ও ১ জন পুরুষ গুলিবিদ্ধ হয়। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক কাউসার সিকদার জানান, নিবন্ধিত শিবিরে সেনোয়ারার বসতঘরে ডাকাত শফি গ্রুপের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি করলে নারী-পুরুষসহ ৪ জন আহত হন। খবর পেয়ে এপিবিএন’র একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএ
মন্তব্য করুন