• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আমদানি অব্যাহত থাকলেও কমছে না আলু ও পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২৪, ১৫:০৪

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও কমছে না দাম। গত তিন দিন থেকে খুচরা বাজারে দাম অপরিবর্তীত রয়েছে। ভারতীয় আলু কেজি প্রতি প্রকারভেদে ৫৪ থেকে ৫৫ টাকায় এবং দেশি আলু কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এদিকে, দাম না কমায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা মিনহাজুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে শুল্কমুক্তভাবে আলু, চাল, পেঁয়াজ আমদানি করছেন। এর পরেও কোনভাবেই দাম কমাতে পারছেন না। আমরা সাধারণ ক্রেতারা অনেক বিপাকে পড়েছি। আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। প্রশাসনকে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন ক্রেতারা।

হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, আমদানি অব্যাহত থাকলেও মোকামে আলু একং পেঁয়াজের দাম কমেনি। যার জন্য আমাদের বেশি দামে কিনে বেশি দামে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে করে আগের থেকে বিক্রি অনেক কমে গেছে। ক্রেতাদের সঙ্গে অনেক সময় বিতর্কে জড়াতে হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল রোববার ভারতীয় ২৪ ট্রাকে ৭০০ টন পেঁয়াজ এবং ভারতীয় ২১ ট্রাকে ৫৩০ টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমদানি অব্যাহত, তবুও কমছে না চালের দাম
হিলিতে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম
হিলিতে পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা
হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু