• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

উত্তপ্ত রাবি, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৪
উত্তপ্ত রাবি, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ স্থগিত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে উভয় দলের দর্শক-সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ প্রতিযোগিতা স্থগিত করেছেন। উত্তেজনাকর পরিস্থিতিতে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, উভয় বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা রাবি মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান ও তাদের সুচিৎসা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৃষ্ট পরিস্থিতির অবনতিরোধে মঙ্গলবার উভয় বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আইন বিভাগ ও সকাল সাড়ে ১০টায় মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনা করবেন এবং সে আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ক্লাস-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম চলছে। এ সময় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।

এর আগে, সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে স্লেজিং নিয়ে রাবি আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যকার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে শিক্ষক ও সাংবাদিকসহ প্রায় ৩০ জনের বেশি শিক্ষার্থী আহত হন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে চলছে ৮ম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা
রাবি উদীচীর সভাপতি ড. গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক রায়হান 
আ.লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ 
রাবিতে অষ্টম ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ১ ফেব্রুয়ারি