• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৯
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নুরু সিকদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও বাবু মন্ডল নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রুমান মোল্লা।

নিহত নুরু সিকদার (৪৬) শহরের সোনাকুড় নিবাসী রেজাউল হক সিকদারের ছেলে।

তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। আহত আরোহী বাবু মন্ডল (৫৫) রাজবাড়ি জেলার ছোট রঘুনাথপুর গ্রামের হবিবর মন্ডলের ছেলে।

এ বিষয়ে এসআই মো. রুমান মোল্লা বলেন, নুরু সিকদার ও বাবু মন্ডল নামে দুজন ঠিকাদার বেদগ্রাম পেট্রল পাম্প থেকে মোটরসাইকেলে তেল ভরে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি পেঁয়াজবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলটি আরোহীসহ ট্রাকের তলায় আটকা পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই নুরু সিকদার মারা যান। ফায়ার সার্ভিসের একটি দল তাদেরকে উদ্ধার করে এবং আহত বাবু মন্ডলকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
ঘরে স্বামীর মরদেহ রেখে পালালেন স্ত্রী
মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মুগদায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বন্ধু নিহত