• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ময়মনসিংহে বসছে ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’ এর ৯ম আসর

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ২২:০৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনকারীদের প্রতিনিধিত্বকারী সংস্থা ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট সিনেমাস সিআইসিই – আর্ট হাউজ অব সিনেমাস। সংস্থাটি স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠাকালীন থেকেই। মূলত আর্ট ফিল্ম প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ সিআইসিই বর্তমানে ইউরোপ, আমেরিকা, এশিয়া, এবং আফ্রিকার বিভিন্ন দেশের সিনেমাহল ও ফিল্ম ফেস্টিভালগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

সিআইসিই – আর্ট হাউজ অব সিনেমাস ও ইউরোপের আরেকটি উল্লেখযোগ্য সংগঠন ইউরোপা সিনেমাস এর সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৬ সালে ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে প্রথমবার আয়োজিত হয়। প্রতি বছরই উরোপের বিভিন্ন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাগণ ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে’র এম্বাসেডর হিসেবে যুক্ত থাকেন আর তাদের সমসাময়িক সিনেমাগুলি প্রদর্শিত হয়ে থাকে।

সে ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম এন্ড মিডিয়ার হাত ধরেই উরোপিয়ান আর্ট হাউজ সিনেমা ডে এর ২০২৪ সালের ৯ম আসরের সহযাত্রী হয়েছে বাংলাদেশ।

আগামী ২২ নভেম্বর ২০২৪ সালে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে (টাউনহল)। দিনব্যাপী সমসাময়িক ইউরোপিয়ান আর্ট হাউজ চলচ্চিত্র প্রদর্শনী, সিনেমা নিয়ে আলোচনা ছাড়াও ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমার পাশাপাশি একটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশ প্রিমিয়ার আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ড. সুসানভাইজ।

এছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা ও ইউরোপিও ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মি. হুবার্ট ব্লম। অনুষ্ঠানে ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমাস্ ও সিনেমা বিষয়ক আলোচনাপর্বে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক উপস্থিত থাকবেন। অতিথি হিসেবে থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন।

ইন্টারন্যাশনাল ফিল্ম এন্ড মিডিয়া একাডেমির নির্বাহী পরিচালক বিবেশ রায় জানিয়ছেন, আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত হলেও আমন্ত্রণ পত্রের ব্যবস্থা রয়েছে যা প্রবেশপত্র হিসেবে কাজ করবে। তাছাড়া অনলাইনে ফ্রী রেজিষ্ট্রেশনের মাধ্যমেও আমন্ত্রণপত্র সংগ্রহ করা যাবে।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে পরকীয়া প্রেমিক-প্রেমিকার মৃত্যুদণ্ড
স্ত্রীর সঙ্গে ঝগড়া, ৩ দিন পর ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার
ময়মনসিংহে আহত প্রেমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 
ব্যবসায়ীকে ৭ টুকরো, জবানবন্দিতে যা জানালেন প্রেমিকা