• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ০৫:৫৩
ছবি : আরটিভি

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ জনকে আটক করে থানায় আনা হয়েছে। এর মধ্যে একজনের কাছে মাদক পাওয়া গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত না থাকলে অভিভাবক ডেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

ওসি আরও বলেন, হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ড্রেজার-বাল্কহেডসহ গ্রেপ্তার ৯
চাঁদপুরে ড্রেজার পাইপে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, বাড়ছে দুর্ঘটনা
চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের মতলবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান