• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ৩৩৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ০৬:২৫
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠান থেকে ৩৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নারায়ণগঞ্জের ভূইগড় এলাকার এন তামিম প্যাকেজিং নামে একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ৩৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
দেড় ঘণ্টার চেষ্টায় ফতুল্লার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা