• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি কামাল গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫২
লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি কামাল গ্রেপ্তার 
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য।

বুধবার (২০ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।

এর আগে, সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কামাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে কামালের বিরুদ্ধে সীমান্তবর্তী নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় মামলা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিস্তারিত কোন তথ্য দেননি তিনি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে তিন ইটভাটার ৫ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 
লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক