• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

৩ শতাংশ জমির জন্য বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১০:৩৮
৩ শতাংশ জমির জন্য বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ও সন্ধ্যায় দুদফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার (২০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ওসি সিরাজুল ইসলাম বলেন, তিন শতাংশ জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী নওপাড়া গ্রামের বিএনপি সমর্থক দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল। দুপুরে জমি-সংক্রান্ত এ বিরোধ মীমাংসার জন্য নওপাড়া গ্রামে সালিশ বসে। সালিশে কথা-কাটাকাটির একপর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এ সময় জুলহাসের ৫ সমর্থক আহত হন।

তিনি আরও বলেন, এরই জের ধরে সন্ধ্যায় জুলহাসের লোকজন ফের সংগঠিত হয়ে আহমেদপুর বাজারে এলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুলাল গ্রুপের ৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপি অফিসে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে: মির্জা ফখরুল
নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই: প্রেস উইং ফ্যাক্টস