• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৭:৩২
ছবি : আরটিভি

কুষ্টিয়ায় দৌলতপুরে এক নারী ও ছেলেকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে পৃথকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সোহানী পূষণ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন-দৌলতপুর উপজেলার জোয়াদ্দার পাড়া গ্রামের সেকেন্দার মোল্যার ছেলে মো. হানিফ মোল্যা (৩২), সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মণ্ডলের ছেলে আলী আকবর (৩২) ও সোনাইকান্দি গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে লালচাঁদ মণ্ডল (৩২)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর গভীর রাতে সোনাইকান্দি গ্রামের মানিক মিয়ার বাড়িতে একদল চোর চুরি করতে ঢোকে। এ সময় গৃহবধূ ছানোয়ারা বেগম তাদের দেখে ফেলায় চোরেরা তার গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করে।

ছানোয়ারাকে হত্যা করতে দেখে ফেলায় ছেলে রাজকেও (৮) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘরের মধ্যে তাদের লাশ ফেলে বাড়ির প্রাচীর টপকে চোরেরা পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মেয়ে দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী পারভীনা খাতুন বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়া জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ ইলিয়াস জানান, আসামিরা আদালতে দেওয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে ভিকটিমের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে ফেলায় মা ও ছেলেকে হত্যা করেছে বলে জবানবন্দি দেয়। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেয়।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্র হত্যায় জড়িত তিনজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহে পরকীয়া প্রেমিক-প্রেমিকার মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার