ময়মনসিংহে রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
ময়মনসিংহে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই গণসংযোগ করেন।
বুধবার (২০ নভেম্বর) দিনভর ময়মনসিংহ মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় সারাদেশের ন্যায় এই কর্মসূচি পালন করা হয়।
দিনভর এই কর্মসূচির মধ্যে এদিন দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার, চাপাড়াসহ বিভিন্ন এলাকায় মহানগর ছাত্রদলের আয়োজনে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন এই ছাত্রনেতা।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। এ কারণেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশব্যপী এই গণসংযোগ চলছে।
গণসংযোগকালে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে একই ধরনের প্রচারণা করেন দক্ষিণ জেলা ছাত্রদল। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা উপস্থিত ছিলেন।
এদিকে এদিন সন্ধ্যায় জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় রাষ্ট্র মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে উত্তর জেলা ছাত্রদল। এর মধ্যে ফুলপুর উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন এই কর্মসূচি পালন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া এবং উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে তারাকান্দা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ
মন্তব্য করুন