• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

টাকা না পেয়ে ট্রেনে হিজড়াদের পাথর নিক্ষেপ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ১৩:০৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর কালনী ট্রেনে পাথর নিক্ষেপ করে জানালায় কাঁচ ভাঙচুর করেছে হিজড়ারা। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়ার অদূরে আজমপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। হিজড়াদের এলোপাতাড়ি পাথর নিক্ষেপে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজড়া উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকেন। যে সব যাত্রী তাদের টাকা দিচ্ছেন না তাদের সঙ্গে অশালীন ব্যবহার করছেন তারা। এ নিয়ে ট্রেনে হিজড়া ও যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকেন। এতে করে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, কালনী ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬টায় আজমপুর স্টেশনে যাত্রা বিরতি দেয়। ট্রেনটি যাত্রা বিরতি শেষে ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে বলে জানা গেছে। তবে ট্রেনটি ছেড়ে চলে যাওয়ায় সঠিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরে গেছেন রিকশাচালকেরা, ৪ ঘণ্টা পর ঘুরল রেলের চাকা
জুরাইনে পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, রেললাইন অবরোধ
ট্রেন থামল স্টেশন পেরিয়ে ২ কিলোমিটার দূরে, এরপর যা ঘটল 
পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে