• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ১৩:৩১
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কারাগারের সুপার মো. মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টায় তিনি বলেন, বুধবার (২০ নভেম্বর) রাতে পুলিশের একটি প্রিজন ভ্যান করে হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হবিগঞ্জ কারাগারে আনা হয়। বৃহস্পতিবার ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ আদালতে নেওয়ার কথা। তবে সকাল সোয়া ১১টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কারাগারে আসেনি। নিরাপত্তাজনিত কারণে তাকে কারাগারে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। আদেশ পেলেই তাকে আদালতে নিয়ে উপস্থিত করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়।

এছাড়া হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি। গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে
নলছিটিতে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত