চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের পা বিচ্ছিন্ন
জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে সোহাগ সর্দার (২৭) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়েছে। একই সঙ্গে তার ডান হাতের আঙ্গুল কাটা পড়েছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ মিয়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালামপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তিনি পাঁচ বিবি হেলাল উদ্দিনের ইট ভাটায় শ্রমিকের কাজ করার জন্য ট্রেনে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৬টার দিকে পাঁচবিবি স্টেশনে যাত্রা বিরতি দেয়। সোহাগ সর্দার ও তার সঙ্গে থাকা মামাতো এক ভাইসহ আরও দুইজন ওই ট্রেনে এসেছিল। ট্রেনে যাত্রী বেশি ছিল। ট্রেন স্টেশনে বিরতি দিয়ে যাত্রা করার পর ট্রেন থেকে নিচে নামার পর দেখেন তার ব্যাগ ট্রেনের বগির ভিতরে। এ সময় দৌড়ে ট্রেনে উঠার পরই ট্রেনটি স্টেশন ছেড়ে যেতে লাগলে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সোহাগ মিয়া পিছলে নিচে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা মামাতো ভাইসহ আরও একজন তার পড়নের কাপড় ধরে টানতে থাকে। ততক্ষণে ট্রেনের ধাক্কায় তার মাথায় আঘাত লাগলে রেল লাইনের ওপর বাম পা ও এক হাতের আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. আবু মুনছুর মো. আব্দুল্লাহ বলেন, ওই ব্যক্তির ডান হাতের সবকটি আঙ্গুল ও বাঁ পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে অর্থোপেডিক চিকিৎসক দেখবেন।
মন্তব্য করুন