• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বিদ্যালয়ে ক্লাস নিলেন গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ১৬:৪৪
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গি‌য়ে শিশু শিক্ষার্থী‌দের ক্লাস টেস্ট নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় তিনি ক্লাসের শিক্ষার্থী‌দের বিভিন্ন প্রশ্ন করেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের সরকারি মডেল প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গি‌য়ে তিনি ক্লাস নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি স্কুলের শিশুরা ঝরে পড়েছে কোভিডের সময়টায় বেশি। কোভিডের সময় সরকারি স্কুলগুলো বন্ধ থাকলেও অন্য স্কুলগুলো খোলা ছিল। যারা সরকারি চাকরি করেন তাদের ছেলে-মেয়েদের স্কুলে নিয়ে আসার যে সময়টা, প্রাইমারি স্কুলের সময়ের সঙ্গে তাদের মেলে না। এর ফলে তারা অন্য প্রতিষ্ঠানে দিয়ে দেন, যেখানে বাচ্চাদের রাখার সুযোগ রয়ে গেছে।

তিনি আরও বলেন, সরকারি স্কুলগুলোতে আরও অনেক সমস্যা রয়েছে, যার অন্যতম হচ্ছে কিছু কিছু সরকারি স্কুলগুলো ভালোভাবে চলে না। এ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের
বাবা-ছেলেসহ একদিনেই সড়কে ঝরল ২০ প্রাণ
টাঙ্গাইলে বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৪ জনের
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজিচালকসহ নিহত ২