• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

হিলিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময় সভা 

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ১৭:১৭
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে যানজট নিরসনে হাকিমপুর হিলি পৌরসভা ও হিলি বন্দর এলাকার ব্যাটারিচালিত অটো, সিএনজি, মটর শ্রমিক পরিবহন (বাস সমিতি), বন্দরের ওজন স্টেশন, বন্দরের আমদানিকারক, সিআ্যন্ডএফ এজেন্ট, ট্রাক মালিক গ্রুপ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে হাকিমপুর হিলি পৌরসভার আয়োজনে পৌরসভার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা, সমাজসেবা অফিসার মাসুদ রানা, হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, আমদানি রফতানি কারক গ্রুপ ও থানা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সহসভাপতি হেলেন, সাধারণ সম্পাদক হযরত আলী সরদার, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন হিলি বাসস্ট্যান্ড শাখার সভাপতি মাজহারুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক কাওসার রহমান, ইজিবাইক হিলি-বিরামপুর রোডের সভাপতি সোহরাব হোসেন, হিলি-হরিহরপুর রোডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হিলি বাজার এলাকার সভাপতি মিঠু, সততা ওজন স্টেশন ম্যানেজার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ বন্দর এলাকার বিভিন্ন কোচ কাউন্টারের ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সবার নিজ নিজ অবস্থান থেকে নিজেদের বিবেককে কাজে লাগিয়ে হিলি বন্দর এলাকায় যানজট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশ্বাস দেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হিলি স্থলবন্দর এলাকার রাস্তার নাজুক অবস্থা, নির্দিষ্ট ট্রাক ও বাস টার্মিনাল ও বন্দরের ওজন স্টেশন বিষয়ে কথা বললে পৌর প্রশাসক অমিত রায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার্চে মতবিনিময় সভায় যা বললেন জামায়াত আমির
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
হিলিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা