• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যুবদল নেতা হত্যা, আ.লীগ নেতা ৫ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ২১:২৫
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আব্দুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানী শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করির ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু। এই ঘটনায় দায়ের করা মামলার সাবেক পিপি আব্দুর রহমান এজাহারভুক্ত আসামি। আজ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে 'জয় বাংলা' শ্লোগান দিয়ে গণপিটুনির শিকার হন আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে সিরাজগঞ্জে আনা হয়।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুদি দোকানি রইস হত্যা মামলার রহস্য উদঘাটন
ব্যারিস্টার সুমন দুই দিনের রিমান্ডে
ফের ৫ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
আবু সাঈদ হত্যা, বেরোবির সাবেক প্রক্টর ৩ দিনের রিমান্ডে