• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

ফরিদগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ২৩:০৮
ছবি : আরটিভি

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজে বিনির্মাণে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির জনসভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, ঢাকা মহানগর ওলামা দলের সভাপতি মো. আলমঙ্গীর খলিলী, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মো. খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম পাটওয়ারী, ফারুক হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিফন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, সদস্য সচিব আবু ইউছুফ চৌধুরী শাওন, ফরিদগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, প্রমুখ।

এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সকল সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে খালেদা জিয়া
খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে মারুফ কামালের আবেগঘন স্ট্যাটাস
যুক্তরাজ্যে ‘ভিআইপি প্রটোকল’ পাবেন খালেদা জিয়া
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে যাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা