• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

এক্সরে করে মাদক কারবারির পেটে মিলল ইয়াবা

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ২৩:৪০
ছবি : সংগৃহীত

খুলনায় ইয়াবাসহ উজ্জ্বল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে হাসপাতালে নিয়ে তার এক্সরে করে আরও ইয়াবা মিলেছে।

আটক হওয়া মাদক কারবারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে উজ্জ্বল শেখ।

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসে উজ্জ্বল শেখ। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন। ওই পোটলা থেকে ৬০০ পিচ ইয়াবা বের করে দেয় ওই মাদক কারবারি। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লবনচরা থানা পুলিশের এস আই প্রদীপ বৈদ্য বলেন, হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বল শেখের এক্সরে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পোটলা বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থিসারার ঝোড়ো সেঞ্চুরির পরও হ্যাটট্রিক হার ঢাকার, খুলনার দ্বিতীয় জয়
ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো খুলনা
টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস
খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলা, আহত ৮