• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আখাউড়ায় কৃষকের লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৮
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজাদুল হক নামে এক প্রবাস ফেরত কৃষি উদ্যোক্তার ৫৩ শতক জমির বিক্রির অনুপযোগী গাছে থাকা লাউ ও গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ নভেম্বর) সকালের দিকে বিষয়টি সংবাদকর্মীদের জানান ক্ষতিগ্রস্ত কৃষক আজাদুল হক। এর আগে বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের ওই কৃষকের লাউ খেতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজাদুল হক জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে নিজের ৫৩ শতক জমিতে মিশ্র সবজি বাগান গড়ে তোলেন। ভালো ফলনের জন্য ২০ শতক জায়গায় বাণিজ্যিকভাবে উন্নত জাতের লাউয়ের চারা রোপণ করা হয়। কয়েকজন শ্রমিকের দিনরাত পরিশ্রমের ফলে লাউ গাছে ভালো ফলন আসে কিন্তু বিক্রির অনুপযোগী দেড় শতাধিক লাউ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, স্থানীয় বাজারে মানুষের চাহিদা মিটিয়ে থাকে আমার বাগানে উৎপাদিত সবজি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি এখনো জানেন না। এতে তার প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ প্রতিবেশীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন কৃষক আজাদুল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
ঢাকা টু আখাউড়া লংমার্চ: ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান 
বিএনপির ৩ সংগঠনের লং মার্চ আখাউড়া পৌঁছেছে