• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিদেশি মদসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার 

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১০:০৩
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে বিদেশি মদ ও ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াত (২৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্ম থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক শেখ আবুল হায়াত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার হাজেরাবাটি (মসজিদপাড়া) গ্রামের মৃত শেখ মনিরুলের ছেলে।

পুলিশ জানায়, ওই ভারতীয় যুবক আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে টহল পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদের বোতল ও একটি ভারতীয় পাসপোর্টসহ শেখ আবুল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ও চোরাচালানের অভিযোগ একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে কারাগারে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় কৃষকের লাউ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার
মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা