• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল যুদ্ধজাহাজ বানৌজা ‘শহীদ দৌলত’

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৫:৩৬
ছবি : আরটিভি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ দৌলত’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাহাজটি শহরের তিন নদীর মোহনার নিকটবর্তী ডাকাতিয়া নদীর বিআইডব্লিউটিএ রকেট ঘাটে অবস্থান করে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা জাহাজটি পরিদর্শনে আসেন। জাহাজে থাকা কর্মকর্তারা জাহাজের বিভিন্ন অংশের কি ধরণের কাজ করে তার সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেন।

জাহাজটি দেখতে আসা পুরান বাজারের যুবক শামীম ইসলাম ও মাহমুদুর রহমান বলেন, বিভিন্ন দিবস উপলক্ষে পুরাতন লঞ্চঘাটে যুদ্ধ জাহাজ আসে। আজকেও খবর পেয়ে দেখার জন্য এসেছি। জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখে ভাল লেগেছে। তবে জাহাজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বিষয়টি প্রচার করলে অনেক শিক্ষার্থীর জাহাজটি দেখার সুযোগ হত।

জাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার মো. আবু সাঈদ জানান, সশস্ত্র দিবস উপলক্ষে এ যুদ্ধজাহাজটি উন্মুক্ত করা হয়েছে। চাঁদপুর ছাড়াও দেশের ৬ স্থানে এ জাহাজ উন্মুক্ত করা হয়। নদীর সীমারেখা রক্ষা, নদীপথে অবৈধ কাজ থেকে বিরত রাখা, চোরা চালান রোধসহ বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে জনগণকে রক্ষা করাই নৌবাহিনীর কাজ। এসব তথ্য দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবছর নৌবাহিনী সশস্ত্র দিবস পালন করা হয়।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়