• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে ৩০ দিনের আল্টিমেটাম

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৯:২৩
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে ৩০ দিনের আল্টিমেটাম
ছবি : আরটিভি

পঞ্চগড় শহরের উপকণ্ঠে রাজনগর নতুন বস্তি এলাকায় ১০টি হরিজন সম্প্রদায়ের বাড়ির সামনে প্রতিদিন মাদক বিক্রি হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, মাদকের কারণে সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এর ফলে পঞ্চগড় পৌরসভা এলাকার যুব সমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদে পঞ্চগড়ের রাজনগর বকুলতলা মোড়ে মাদক এবং বাল্যবিবাহ বিরোধী সমাবেশ করেছেন তারা।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে রাজনগর মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কমিটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি পঞ্চগড় সদর থানার ওসি মাসুদ পারভেজ, সাবেক পৌর মেয়র জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ ছয়টি মসজিদের ইমাম ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুণরা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, অবাধে চলাফেরার রাস্তায় জনসম্মুখে প্রতিদিনই ১০ থেকে ১৫টি পরিবারের নারী পুরুষরা অবাধে মাদক বিক্রি করছেন। প্রশাসন জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ করেও মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না।

সাবেক পৌর মেয়র তার বক্তব্যে বলেন, আগামী এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দুর্বার আন্দোলন করা গড়ে তোলা হবে।

এ সময় ইউএনও এর কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও তুলে দেন তৌহিদুল ইসলাম। পরে ইউএনও এবং ওসি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে রাতের বেলায় পাহারা বসানোর কথা বলেন। তিনটি গ্রামের আলেম ওলামা, মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সহস্রাধিক মানুষ সমাবেশে অংশ নেন।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার
শীতে কাঁপছে পঞ্চগড়, ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা
কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১১.৮ ডিগ্রি